হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে জখম, স্বামীকে পুলিশে দিল স্থানীয়রা 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে রজিউল্লাহ রজি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার পেকুয়া এলাকার মগনামা ঘাট থেকে তাঁকে আটক করা হয়। নিহত সালেহা বেগম কুতুবদিয়া পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলেন। রজিউল্লাহ রজি পেশায় একজন ডেন্টিস্ট। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালেহা বেগম কক্সবাজার থেকে তাঁর অফিসের ম্যানেজারের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে মগনামা ঘাটের পূর্ব পাশে পৌঁছালে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে তাঁকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করেন স্বামী রজিউল্লাহ রজি। এ সময় সালেহার সঙ্গে থাকা ছোট বোন ও ছেলে আহত হয়। বিষয়টি দেখে স্থানীয়রা রজিউল্লাহকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। এদিকে সালেহা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত দেড়টার দিকে মারা যান। 

সালেহার ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার বোন একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভগ্নিপতি রজিউল্লাহ তাঁকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘রজিউল্লাহ রজিকে আসামি করে সালেহার ভাই শফিকুল ইসলাম মামলা করেছেন গতকাল রাতেই। মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

জনবল, যন্ত্রপাতি সংকট ব্যাহত চিকিৎসাসেবা

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

সেকশন