হোম > অপরাধ > চট্টগ্রাম

হাসপাতালে চিকিৎসকের টাকা চুরি, যাওয়ার পথে মন্দিরের ক্যাশবাক্স লুট

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জেরে মারধরের শিকার হন আকতার হোসেন (২৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় চিকিৎসা নিতে হাসপাতালে গেলে, সেখানে এক চিকিৎসকের টাকা চুরি করেন। এরপর মারধরের ঘটনায় থানায় মামলা করতে যান। সেখানে গিয়েও থানার সমানে থাকা মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরি করেন তিনি। সিসিটিভির ফুটেজ দেখে টাকা চুরির ১০ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আকতার হোসেন পেশাদার চোর। 

আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতার হোসেন বিভিন্ন সময়ে চুরি কথা জানিয়েছেন। 

প্রেস ব্রিফিংয়ে ওসি সাইদুল ইসলাম জানান, উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আকতার হোসেন একজন পেশাদার চোর। চুরি করতে গিয়ে তিনি এলাকাবাসীর হাতে ১০-১৫ বার পিটুনির শিকার হয়েছেন। 

সর্বশেষ কয়েক দিন আগে মাদক সেবন করতে গিয়ে মারধরের শিকার হন। এই ঘটনায় গত মঙ্গলবার রাতে তিনি থানায় আসেন মারধরের ঘটনায় মামলা করতে। গভীর রাত হওয়ায় তিনি থানার মুখোমুখি থাকা উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া ভেতরে প্রবেশ করে দানবাক্স ভেঙে টাকা চুরি করে পালিয়ে যান। 

থানার নাকের ডগায় চুরির ঘটনায় থানা-পুলিশ থানার এবং মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে গতকাল রাতে আকতার হোসেনকে সন্তোষপুর গ্রামের তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। 

পুলিশ আরও জানায়, তাঁর বিরুদ্ধে থানায় আগের মাদক আইনের একটি মামলা রয়েছে। চুরির ঘটনায় কেউ মামলা করতে চায় না। এর আগে, তিনি চুরির ঘটনায় জেলে গেলে সেখানেও চুরি করেন। এমনকি মারধরের শিকার হয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে গেলে সেখানে চিকিৎসকের অর্থ চুরি করেন। এসব কথা তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

প্রেস ব্রিফিংয়ের সময় ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন