চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে নুরুল ইসলাম (৬২) নামের এক মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এশার নামাজের সময় তাঁর লাশ উদ্ধার করা হয়। নুরুল ইসলাম পৌরসভার পশ্চিম বাটাখালী গ্রামের বাসিন্দা।
পুলিশের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই মুসল্লি টয়লেটে গিয়েছিলেন। এ সময় স্ট্রোক করে তিনি মারা গিয়ে থাকতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার চকরিয়া থানা সেন্টার মসজিদে এশার নামাজের সময় নুরুল ইসলাম অজু করার আগে টয়লেটে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে তিনি ভেতরে অবস্থান করায় অন্য মুসল্লিদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, থানা সেন্টার জামে মসজিদের টয়লেটে মুসল্লি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।