হোম > অপরাধ > চট্টগ্রাম

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোভিড টিকা সরিয়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামে এক উপজেলা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কোভিড টিকা সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেন কোনো ধরনের অনুমতি ছাড়া টিকা সরিয়ে অনিবন্ধিত ব্যক্তিদের প্রয়োগ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। 

এ ঘটনায় আজ শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশের নেতৃত্বে তদন্ত কমিটিতে আছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো আসিফ খান এবং সিভিল সার্জন কার্যালয়ের ডা. নুরুল হায়দার। কমিটিকে দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবদেন জমা দিতে বলা হয়েছে। 

তদন্তের নির্দেশনা দিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের চিঠিতে বলা হয়েছে, গত ৩০ জুলাই ও ৩১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিনোফার্মের কিছু টিকা সরিয়ে নেওয়া হয়েছে। এসব টিকা ইউনিয়ন পর্যায়ে নিবন্ধনবিহীন লোকজনকে দেওয়া হয়েছে। এজন্য জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায় থেকে অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া সরকার এখনও ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু করেনি। 

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, টিকা জালিয়াতির ঘটনা শুনে আমরা তিন সদস্যের একটি কমিটি করেছি। তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই আমরা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 
 
এদিকে নাম প্রকাশ না করার শর্তে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক দাবি করেছেন, রবিউল ইসলাম দুই থেকে আড়াই হাজার টাকার বিনিময়ে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন লোকজনকে টিকা দিচ্ছেন। রবিউলের স্ত্রীও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, আমি দুই দিনে ২ হাজার মানুষকে টিকা দিয়েছি। চারটি বুথ করে এ টিকা দিয়েছি। নিবন্ধন ছাড়াই এসব টিকা দিয়েছি এটা সত্য, কিন্তু আমিতো সরকারি সেবা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন সেবা দিতে। আমি লিখিত অনুমতি না নিলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়েছি। এ টিকা দিতে আমি কারো কাছ থেকে কোনো টাকা নিইনি। 

তবে মৌখিক অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ। তিনি বলেন, এ কথার কোনো ভিত্তি নেই। আমি মৌখিক অনুমতি দিইনি। সে সম্পূর্ণ অবৈধভাবে এ ধরনের কার্যকলাপ করেছে। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

সেকশন