হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর ইসমাইল কলোনিতে নিজ বাসা থেকে মা ও তাঁর দুই সন্তানে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কলোনির এসএস হাউস নামের ভবনের চারতলার দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন মা সুমিতা খাতুন (৩১), তাঁর ৭ বছর বয়সী মেয়ে জান্নাত আরা মুন ও আড়াই বছর বয়সী ছেলে চাঁন বাবু। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা গ্রামে। 

পুলিশ জানায়, তাদের মধ্যে মা ও ছেলেকে ফ্ল্যাটের বেডরুমে ঝুলন্ত অবস্থায় এবং মেয়েকে বিছানায় শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। এ সময় মেয়েটির গলায় ওড়না প্যাঁচানো ছিল। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, `স্থানীয়দের সহায়তায় আমরা ঘটনাস্থলে গিয়ে মূল দরজা ও বেডরুমের দরজা ভেঙে তাঁদের মরদেহ উদ্ধার করেছি। এ সময় সুমিতার স্বামী বাসায় ছিলেন না। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি। আমরা জেনেছি, তাঁদের বিয়ে হয়েছে ১০ বছর আগে। মোহাম্মদপুর এলাকায় তাঁরা আড়াই বছর যাবৎ বসবাস করছেন।' 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, `প্রাথমিকভাবে আমরা ধারণা করছি আগে দুই সন্তানকে হত্যা করে মহিলা নিজেই আত্মহত্যা করেছেন। আমরা তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আরও তদন্ত ও সুরতহাল প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে।' 

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

সেকশন