হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি অনুষ্ঠিত ৪৬তম বিজ্ঞান মেলায় প্রকল্পটি উপস্থাপন করা হয়। ছবি: আজকের পত্রিকা

প্লাস্টিক ও অপচনশীল আবর্জনা দিয়ে তৈরি হবে বিদ্যুৎ। আবার প্লাস্টিক পোড়ানো বিষাক্ত গ্যাস শোধন করে শিল্পে ব্যবহার উপযোগী করে তা দিয়ে তৈরি হবে জিপসাম এবং তরল কার্বন ডাই-অক্সাইড। এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী। পলিথিন-প্লাস্টিক নিষিদ্ধ না করেও কীভাবে তা সঠিক উপায়ে সংগ্রহ করা যায়, তার একটি মডেল দিয়েছেন তাঁরা।

প্রকল্পটি ব্রাহ্মণপাড়ায় সদ্য সমাপ্ত ৪৬তম বিজ্ঞান মেলায় উপস্থাপন করা হয়। এ প্রকল্পটি মেলায় প্রথম স্থান অধিকার করে।

এদিকে প্রকল্পটির সঠিক বাস্তবায়ন ও সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। প্রকল্প দলটির সঙ্গে বসতেও চেয়েছেন তিনি। জানিয়েছেন, এক্সপার্ট অভিমত নিয়ে আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে এটি একটি ফলপ্রসূ প্রকল্প হয়ে উঠবে, তা নিয়ে কাজ করা হবে। এ বিষয়ে যেকোনো পরামর্শ ও সহায়তা করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

এ বিষয়ে উদ্ভাবক দলের অন্যতম সদস্য চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান, পলিথিন ও প্লাস্টিকজাতীয় বর্জ্য পানি এবং মাটিতে মিশে পরিবেশের ক্ষতির পাশাপাশি পানিনিষ্কাশন ব্যবস্থার মারাত্মক ক্ষতি করেছে। ফলে গত বছরের বন্যায় উপজেলা সদরে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া বর্তমান সরকার পলিথিন ও প্লাস্টিকজাতীয় দ্রব্য উৎপাদন ও বিপণন বন্ধে হিমশিম খাচ্ছে। এ বিষয়টি তাঁদের চিন্তার উদ্রেক করেছে। ফলে তাঁরা এ প্রকল্পটি গ্রহণ করার সিদ্ধান্ত নেন।

সহ-উদ্ভাবক মো. বাইজিদ হোসেন বলেন, ‘যদি হিটিং সোলার ব্যবহারের মাধ্যমে আমরা স্বল্প পরিসরে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তাহলে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিনসহ অন্যান্য অপচনশীল বর্জ্য প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া থেকে রক্ষা করতে পারি।’

প্রকল্প তত্ত্বাবধায়ক ও গণিত বিভাগের প্রভাষক আল আমিন হোসেন বলেন, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি সহজেই বাস্তবায়ন করা সম্ভব।

ইউএনও ছামিউল ইসলাম বলেন, ‘আমাদের চারপাশে অপচনশীল ও পরিবেশের জন্য ক্ষতিকর বিষাক্ত পলিথিন ও প্লাস্টিকজাতীয় বর্জ্য পরিবেশের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। এসব বর্জ্য বিশেষ ব্যবস্থাপনায় সংগ্রহ ও কাজে লাগানো গেলে পরিবেশের জন্য অনেক ভালো হবে। আমি এ প্রকল্পটির সঠিক বাস্তবায়ন ও সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’ ছামিউল ইসলাম আরও বলেন, ‘প্রকল্প দলটির সঙ্গে আমি শিগগিরই বসব। এক্সপার্ট অভিমত নিয়ে আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে এটি একটি ফলপ্রসূ প্রকল্প হয়ে উঠবে, তা নিয়ে কাজ করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পটি আমার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে।’

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

সেকশন