কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন একই মামলার আসামি মো. জুনায়েদ হোসেন (২৫)।
চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার একটি বাসা থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কাপ্তাই সদরের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার ২২ নম্বর আসামি মো. জুনায়েদ হোসেনকে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কাপ্তাই থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলার ১ নম্বর আসামি অংসুইছাইন চৌধুরীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।