হোম > বিশ্ব > চীন

নতুন বছরে ৪১১ বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড ছাড়বে চীন

অনলাইন ডেস্ক

নতুন বছরে বন্ড ইস্যু করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে চীন। ছবি: এএফপি

চীনা কর্তৃপক্ষ আগামী বছর ৩ ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ ৪১১ বিলিয়ন ডলার মূল্যের বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। চীন সরকারের দুটি সূত্র জানিয়েছে, দেশটির ইতিহাসে এখন পর্যন্ত এটি রেকর্ড পরিমাণ ট্রেজারি বন্ড ইস্যুর সিদ্ধান্ত। মূলত দুর্বল অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য আর্থিক উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের সিদ্ধান্তের পথে হাঁটছে বেইজিং।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীন ১ লাখ কোটি ইউয়ান বা ১ ট্রিলিয়ন ইউয়ান সমপরিমাণ অর্থ তুলে নিয়েছে ট্রেজারি বন্ডের মাধ্যমে। সেই বিবেচনায় ২০২৫ সালে দেশটি যে পরিমাণ সার্বভৌম ঋণ ইস্যু করার এই পরিকল্পনা করেছে তা চলতি বছরের তুলনায় অনেক বেশি এবং এটি এমন এক সময়ে প্রকাশ্যে এল যখন ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর চীনা আমদানিতে মার্কিন শুল্ক বৃদ্ধির প্রত্যাশিত প্রভাব কমাতে বেইজিং প্রস্তুতি নিচ্ছে।

সূত্র জানায়, এই অর্থ ভর্তুকি কর্মসূচি, ব্যবসায় পরিস্থিতি উন্নয়ন এবং উদ্ভাবন-নির্ভর উন্নত খাতে বিনিয়োগসহ অন্যান্য উদ্যোগের মাধ্যমে ভোক্তা খরচ বাড়ানোর লক্ষ্যে ব্যবহার করা হবে। চীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আগামী বছরের জন্য পরিকল্পিত বিশেষ ট্রেজারি বন্ড ইস্যুর রেকর্ড পরিমাণ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে মুদ্রাস্ফীতির বিরূপ প্রভাব মোকাবিলায় বেইজিংয়ের আরও ঋণ গ্রহণের ইচ্ছাকেই প্রতিফলিত করে করে। চীন সাধারণত বার্ষিক বাজেট পরিকল্পনায় দীর্ঘমেয়াদি বিশেষ বন্ড অন্তর্ভুক্ত করে না।

সূত্র জানিয়েছে, আগামী বছর যে পরিমাণ ইউয়ান বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে তার মধ্য থেকে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান দীর্ঘমেয়াদি বিশেষ ট্রেজারি বন্ডের মাধ্যমে ‘দুই প্রধান’ এবং ‘দুই নতুন’ কর্মসূচির জন্য তহবিল সংগ্রহ করা হবে। নতুন উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—টেকসই পণ্য ভর্তুকি কর্মসূচি, যেখানে ভোক্তারা পুরোনো গাড়ি বা যন্ত্রপাতি বিনিময় করে ছাড়ে নতুন পণ্য কিনতে পারবে, এবং ব্যবসার জন্য বৃহৎ আকারের সরঞ্জাম উন্নয়নের জন্য পৃথক ভর্তুকি কর্মসূচি। এ ছাড়া, প্রধান কর্মসূচিগুলোতে জাতীয় কৌশল বাস্তবায়ন যেমন—রেলপথ, বিমানবন্দর এবং কৃষিজমি নির্মাণ এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা সক্ষমতা তৈরি করার প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

ডিসেম্বরের ১৩ তারিখে চীনের রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা এনডিআরসি জানিয়েছে, বেইজিং চলতি বছরের ১ ট্রিলিয়ন ইউয়ান দীর্ঘমেয়াদি বিশেষ ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত পুরো অর্থ সম্পূর্ণভাবে বরাদ্দ করেছে। এই অর্থের প্রায় ৭০ শতাংশ অর্থই উল্লিখিত ‘দুই প্রধান’ প্রকল্পের জন্য এবং বাকি অর্থ ‘দুই নতুন’ প্রকল্পে ব্যয় হয়েছে।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন