নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) গুলশান বিভাগের উপ–কমিশনার তারেক মাহমুদ জানিয়েছেন, ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে বিলম্ব করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলমান।
তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্তের পর কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে গুলশান থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনাটি সম্পর্কে গুলশান বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর সড়কে এক ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাসা থেকে ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ঘটনার পর ব্যবসায়ী থানায় গিয়ে কয়েক দিন চেষ্টা করেও মামলা করতে পারেননি। এরপর তিনি বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে গুলশান থানার ওসি তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে তৌহিদ আহম্মেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।