হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে ছয় ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে কাজীরহাট রুটে দুটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এ কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিওটিসি কর্তৃপক্ষ।

আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে আরিচা-কাজীরহাট ও রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজীরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হবে।

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইটে বোমা মেলেনি

শাহবাগ মোড়ে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

কেয়া গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা-ডলার-ইউরো ছিনতাই

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারের ভেতরে শ্রমিকের লাশ, গলায় আঘাতের চিহ্ন

বোমা হামলার হুমকিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

বোমা হামলার হুমকি: রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকায় নিরাপদে অবতরণ

সেকশন