হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার ঘরিষার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার ও বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী মতিউর রহমান সাগর বলেন, ‘রাত আনুমানিক ১১টার সময় আমার বাড়ির ভেতরে ও বাইরে একদল মুখোশধারী সন্ত্রাসী প্রায় ৮ থেকে ১০টি হাত বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুদিন পূর্বে একই সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায় এবং আমাকে মেরে চোখ বেঁধে বাজারের পাশে জঙ্গলের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আসা করছি, পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনবে।’

এদিকে ঘটনার পর পর বোমা হামলার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারের ভেতরে শ্রমিকের লাশ, গলায় আঘাতের চিহ্ন

বোমা হামলার হুমকিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

বোমা হামলার হুমকি: রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকায় নিরাপদে অবতরণ

কারওয়ান বাজারে সড়ক আটকে মালয়েশিয়ায় যেতে না পারা প্রবাসী কর্মীদের বিক্ষোভ

ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফরিদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার ৩ ডিবি সদস্য

বন দখল করে ব্যক্তিগত রাস্তা

সাগর–রুনি হত্যা: ২০১২–তে ঢাকার গ্রিলকাটা চোরদের খুঁজছে টাস্কফোর্স

সড়ক আটকে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন, যানজটে ভোগান্তি

সেকশন