হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় বড়শিতে আটক ৯ কেজির বোয়াল, ‘কম দামে’ বিক্রি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের হরিরামপুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। তবে সেটি জালে নয় ধরা পড়েছে বড়শিতে। পরে আড়তে নিয়ে মাছটি বিক্রি করেন জেলে বাসুদেব হালদার। তবে মাছটির দাম তুলনামূলক কম টাকা হয়েছে বলে দাবি করেছেন তিনিসহ ক্রেতাও।

আজ সোমবার ভোরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন জেলে বাসুদেব। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীর অংশে মাছটি বড়শিতে ধরা পড়ে।

মাছটির শিকারি বাসুদেব হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলতেই দেখি বড় একটা বোয়াল। ওইটা নিয়েই আজ (সোমবার) ভোরে সুবল দার (দাদা) আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি।’

তবে বড়শির মাছ ও তোলার সময় মাছের শরীরে সামান্য আঘাত লেগে দাগের কারণে ব্যবসায়ীরা মাছের দাম কম বলেছেন বলে দাবি করেন বাসু।

আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ‘পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম ওঠে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসুদা। হাঁকডাকের পর মাছটা আরেক আড়তদার কিনেছেন।’

মাছটির ক্রেতা আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ৯ কেজি ওজনের একটা বোয়াল ১২ হাজার টাকায় কিনছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল তাই মাছটির দাম কম গেছে। দাগ না থাকলে ১৫-১৬ হাজারে কিনতে হতো।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুরে পদ্মায় পানি কমে গেছে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

এবার ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার আনিসুল

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

অটোমেশন প্রক্রিয়া চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জাবি শিক্ষার্থীদের অবস্থান

বনানীতে ৯ দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

সেকশন