হোম > অপরাধ > ঢাকা

আইজিপির নাম ভাঙিয়ে যুবকের প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে। চাকরি করেছেন একটি বেসরকারি ব্যাংকে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন কক্সবাজারের যুবক নুর মোহাম্মাদ। এরপর নতুন উপার্জনের পথ হিসেবে বেছে নেন প্রতারণা। একপর্যায়ে পুলিশ মহাপরিদর্শকের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল রাজধানীর জিগাতলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি। 

আজ মঙ্গলবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। 

ইমাম হোসেন জানান, একটি বেসরকারি ব্যাংক থেকে চাকরি যাওয়ার পর অভিযুক্ত নুর মোহাম্মাদ বেকার হয়ে পড়েন। পরে তিনি পরিকল্পনা করে আইজিপির নাম ও ছবি ব্যবহার করে জিমেইল, ট্রু–কলার ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। পরে সেই নম্বর দিয়ে দুটি বেসরকারি ব্যাংকে ফোন করেন। এক ব্যাংকে টাকা দাবি করলেও অন্য একটি ব্যাংকে একজনের নামে চাকরি চান। যদি না দেয় 'পরিস্থিতি খারাপ' হবে বলে হুমকিও দেন। 

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, গত ২৬ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, সে ম্যারিজ ডট কমের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের যারা আসত তাঁদের ফোন নম্বর সংগ্রহ করে ফোন দেন। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা। 

ঢামেকে সরকারি ওষুধসহ আটক ১

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পলাতক ওসি শাহ আলম ‘সম্ভবত’ ভারতে চলে গেছেন: ডিএমপি কমিশনার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে যুবকের মরদেহ উদ্ধার

তেজগাঁওয়ে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মেনিনজাইটিসের টিকা না পেয়ে পান্থপথে মধ্যপ্রাচ্যগামীদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে যুবক নিহত

সেতু ভেঙে খালে, ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাকে অব্যাহতি

সেকশন