হোম > সারা দেশ > ঢাকা

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি 

বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে কাদের সিদ্দিকী বীর উত্তম। ছবি: আজকের পত্রিকা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘এত ছোট্ট দেশে কিসের দলমত। যাদের দল করা দরকার তারা করুক। আমি আছি মানুষের পেছনে। সেখানে আমার কাছে হিন্দু-মুসলমানও নেই, বৌদ্ধ-খ্রিষ্টানও নেই।

‘আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না। কিন্তু এখন আমি লেখাপড়া করি। আমি লেখাপড়া করে দেখেছি স্রষ্টা একজন। তাঁর সৃষ্টি আমরা সবাই। আল্লাহ এক, ভগবানও এক। আমি সেই আল্লাহর সৃষ্টি কাউকে অবহেলা করতে পারি না।’

গতকাল রোববার রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। আর আমি বাসাইল-সখীপুরের রাজনীতিও করি না। জন্ম আমার এখানে, বড় হয়েছি এখানে। এ অঞ্চলের মানুষের বিপদে-আপদে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ আমি সবার। এখানে আমার কোনো দলমত কিছুই নেই।’

তিনি আরও বলেন, ‘যারা ক্ষমতা দেখায়, তারা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হতে আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে। আপনারা একে-অপরকে ভালোবাসবেন, সবাইকে সম্মান করবেন, অন্যের পাশে দাঁড়াবেন। জন্মের পর মৃত্যু অবধারিত। যত ক্ষমতা, যত ধনদৌলত একদিন এর কোনো মূল্য থাকবে না। যাঁরা শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে ও ভক্তি নিয়ে স্রষ্টার নাম নিতে পারেন তাঁরাই শুধু সসম্মানে সারা জীবন কাটাতে পারেন।’

এ সময় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

সেকশন