হোম > খেলা > ফুটবল

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

ক্রীড়া ডেস্ক    

হামজা চৌধুরীর সঙ্গে বাফুফে সভাপতির ডিনার। ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।

কিং পাওয়ার স্টেডিয়ামে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। এদিনই বাংলাদেশি বংশোদ্ভূত হামজার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ। হামজার পরিবার, তাবিথ ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সঙ্গে ডিনার করেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তাঁর গভীর আগ্রহের কথা হামজা বলেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা কদিন আগে তাঁর ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের বদলে বাংলাদেশ করেছেন। ফিফার থেকে সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। এ বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। লেস্টার লিটির অফিশিয়াল সাইটেও হামজার নামের পাশে এখন বাংলাদেশ রয়েছে। তবে বাফুফে সভাপতির সাক্ষাতের দিন হামজাকে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। এমনকি লেস্টার ২-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।

২০২৪ সালের ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করেন হামজা। তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল। ফিফা তখন বলেছিল, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ফিফার কথা কতটুকু মাঠে প্রমাণ করে হামজা দেখাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে।

আরও পড়ুন:

বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই হামজার

লেস্টার সিটির অফিশিয়াল সাইটে হামজার সঙ্গে এখন ‘বাংলাদেশ’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন