হোম > সারা দেশ > খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসক আটক

খুলনা প্রতিনিধি

আটক যুবক এস এম মেহেদী হাসান। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আটক করে। তিনি ভুয়া চিকিৎসক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আটক যুবকের নাম এস এম মেহেদী হাসান (২৭)। তিনি সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, রাত ৯টার দিকে মেহেদী হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাঁকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁর অহেতুক ঘোরাফেরা কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে। এ সময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে তাঁকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভুয়া চিকিৎসক আটকের বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদীকে থানায় সোপর্দ করে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার, ৩৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ আটক ২

ঘন কুয়াশায় অচ্ছন্ন গাংনী, দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

মনিরামপুরে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

খুলনায় ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৯ কোটির প্রকল্প, নেই সুফল

খুলনা পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপে ২৬ লাখ টাকা অনিয়মের প্রমাণ পেল দুদক

মোংলা বন্দরে নিলামে উঠেছে ৭০টি দামি গাড়ি

টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল নিয়ে যুবদল নেতা মানিক হত্যাকাণ্ড

মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন খুলনার নয়ন মন্ডল

সেকশন