হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো জুঁইয়ের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নুসরাত জাহান জুঁই। ছবি: সংগৃহীত

বাবা মারা গেছেন ১৫ বছর আগে। সেই থেকে মায়ের আয়েই কোনো রকমে সংসার চলছে। এভাবে কষ্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাঁকে। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সব বাধা জয় করে এবার নীলফামারী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন নুসরাত জাহান জুঁই (১৮)।

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুঁই দুই ভাইবোনের মধ্যে ছোট। ভাই বিয়ে করে আলাদা থাকেন। মায়ের সঙ্গে থাকেন জুঁই। তাঁর মা ফাতেমা খাতুন উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

আজ বুধবার বিকেলে জুঁইয়ের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। এ সময় পাশে ছিলেন তাঁর মা ফাতেমা খাতুন। জুঁই জানান, ২০২২ সালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। বিজ্ঞান বিভাগে পান জিপিএ-৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন সুসং সরকারি মহাবিদ্যালয় কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫।

নুসরাত জাহান জুঁই আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। বাবা সেই ছোট্ট থাকতেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত পড়াশোনা করতে মা অনেক কষ্ট করেছেন। ভাই এখন একটা চাকরি করে। তাঁরও সংসার আছে। এখন চিকিৎসক হয়ে মায়ের দুঃখ ঘোচাতে চাই। টাকার অভাবে যাঁরা চিকিৎসা করাতে পারেন না, সেসব গরিব মানুষকে চিকিৎসাসেবা দিতে চাই। মহান আল্লাহর অশেষ কৃপায় মেডিকেলে চান্স পেয়েছি।’

জুঁইয়ের মা ফাতেমা খাতুন বলেন, ‘অনেক কষ্টে ছেলেমেয়েকে বড় করেছি। সারাটা জীবনই কষ্ট করে গেলাম। যখন শুনতে পেলাম আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আনন্দে দুচোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহর কৃপায় আমার মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় মা হিসেবে অনেক গর্ব হচ্ছে। কিন্তু পড়াশোনার খরচ নিয়ে চিন্তাও হচ্ছে।’

গত রোববার প্রকাশিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ৪ হাজার ৯৩২তম স্থান অর্জন করেন নুসরাত জাহান জুঁই।

প্রতারণার শিকার তিন যুবকের সৌদিতে মানবেতর জীবন

সমন্বয়ক পরিচয়ে ভারতীয় চিনি-জিরা গুদামজাত, ২ জনকে গ্রেপ্তার করল যৌথ বাহিনী

‘কালচার’ শেখানোর নামে র‍্যাগিং, জাককানইবির ১৩ শিক্ষার্থীকে শোকজ

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনায় লরি-লেগুনা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধর: শাস্তি পেলেন ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী

ময়মনসিংহে পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

সেকশন