হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

সিরাজগঞ্জ প্রতিনিধি   

সভাপতি স. ম আফসার আলী ও সম্পাদক আমিনুর রহমান টুটুল (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি মামলার বাদী রাশিদা সুলতানার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মুন্সিখানার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল লিমা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে পাঠানো মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। পুলিশ সুপার স্যার ছুটিতে আছেন। তাঁর সঙ্গে পরামর্শ করে মামলাটি তদন্ত করার জন্য এক সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে ৭ অক্টোবর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক পুকুরের মাছ মারার (লুট) অভিযোগে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের রাশিদা সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার তদন্ত করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে আফসার আলী, আমিনুর রহমান টুটুলসহ ৫ আসামিকে অব্যাহিত দেয় পুলিশ। পরে পুলিশের করা প্রতিবেদনের ওপর নারাজি দেয় বাদীপক্ষ। ১৩ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়।

মামলায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জানতে চাইলে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, ‘মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘বাদীর অভিযোগ সত্য নয়, ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তা-ই দিয়েছি।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন