হোম > অপরাধ > রংপুর

ঠাকুরগাঁওয়ে মিলি হত্যা: সিআইডি হেফাজতে ছেলে ও বিএনপি নেতা

প্রতিনিধি, ঠাকুরগাঁও

আপডেট: ১২ আগস্ট ২০২১, ২৩: ৩৬

ঠাকুরগাঁও শহরের আলোচিত স্কুলশিক্ষক শান্তনা রায় মিলি চক্রবতী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতাসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আজ বৃহস্পতিবার রাতে মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও সাবেক ছাত্রদল নেতা বর্তমান বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) হেফাজতে নেয় সিআইডি। 

মামলার তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সিআইডির এই কর্মকতা আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে এবং মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে রাহুলকে হেফাজতে নেয় সিআইডি। 

গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা হয়। ৪৫ বছর বয়সী মিলি ‘প্রারম্ভিক কিন্ডারগার্টেন’ নামে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। মিলির স্বামী সমীর কুমার রায় পঞ্চগড় চিনিকলে কর্মরত। শহরের লোটো জুতার দোকানের শো–রুমের মালিক তিনি। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে। দুই সন্তানেরই বিয়ে হয়েছে। তাঁদের বাড়ি শহরের তাঁতীপাড়ায়। 

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

সেকশন