হোম > অপরাধ > রংপুর

গৃহবধূকে ‘হত্যার’ পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈলে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে ঘটেছে। পরে অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। 

নিহতের নাম রাবেয়া বেগম (৩০)। তিনি ওই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হঠাৎ নাজুমল তাঁর স্ত্রী রাবেয়ার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের পরেই রাবেয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরাসহ স্থানীয়রা রাবেয়ার চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রতিবেশীরা জানান, প্রায় দুই মাস ধরে নাজমুল তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। মাঝে মাঝেই ছুরি ধার দিয়ে তার স্ত্রীকে বলতেন তোকে এই ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলব। এরই ধারাবাহিকতায় আজ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে নাজমুল ছুরি দিয়ে তাঁর স্ত্রীকে আঘাত করেন। ধারণা করা হচ্ছে নাজমুল মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। গত দুই মাস ধরে পাগলের মতো আচরণ করছিলেন। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, নাজমুল হোসেন তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই থানায় এসেছেন। ঘটনা জানার পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

সেকশন