হোম > অপরাধ > রংপুর

হাত-মুখ বাঁধা অবস্থায় কিশোরী উদ্ধার, পালাক্রমে যৌন নিপীড়নের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৬) অস্ত্রের মুখে তুলে নিয়ে পালাক্রমে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার গোবিন্দনগর ওরাওপাড়া থেকে হাত ও মুখ বাঁধাসহ অচেতন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফেরার পর ভুক্তভোগী জানায়, গতকাল দুপুর ১টায় বালিয়াডাঙ্গী থেকে স্থানীয় যানবাহন ভটভটিতে (থ্রি হুইলার) করে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল সে। পথে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে উঠে পড়ে। এ সময় গাড়ির ভেতরে অস্ত্র দেখিয়ে (ছুরি) হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক তাকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তার ওপর পালাক্রমে যৌন নিপীড়ন চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। 

তবে কিশোরীর দাবি, দুর্বৃত্তদের ছয়জনের মধ্যে তিনজন তার এলাকার। ওই চিহ্নিত তিন ব্যক্তির সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। অপর তিনজন মাস্ক পরা থাকায় তাদের চিনতে পারেনি সে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ওই কিশোরীকে হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। ডাক্তারি পরীক্ষার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

সেকশন