হোম > অপরাধ > রংপুর

শিশুকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

আপডেট: ১৩ জুলাই ২০২১, ১৮: ১৯

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে মাছ চুরির অপবাদে স্কুল পড়ুয়া এক শিশুকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নির্যাতিত শিশু জুয়েল রানা (৯) ৮ নং দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনিরউদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মল্লিকপুর তামলাই দিঘির নিকটস্থ জহিরুল ইসলামের বাড়ির পাশে জাল থেকে মাছ চুরির অপবাদে জুয়েল রানাকে নির্যাতন করা হয়। তাকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন একই গ্রামের আবু রায়হানের কৃষি খামারের পাহারাদার রমজান আলী বাসু। এই নির্যাতনের ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসু বলেন, হাসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিছি। নির্যাতন করিনি।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে রাতেই আসামি রমজান আলী বাসুকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

সেকশন