হোম > অপরাধ > রংপুর

ঋণদাতার গালিগালাজ, মুদি ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১, ২৩: ৩০

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় মুদি ব্যবসায়ীকে গালিগালাজ করেন ঋণদাতা। এই অপমান সহ্য করতে না পেরে মিহির চাঁদ রায় (৪৫) নামে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সদর উপজেলার জগন্নাথপুর গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মৃত চাঁদ রায় বড় খোচাবাড়ী হাটে মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি গড়েয়া এলাকার জনৈক এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে সুদে ঋণ নেন। ওই টাকা নির্ধারিত সময় পরিশোধে ব্যর্থ হওয়ায় এ নিয়ে একাধিকবার বৈঠকও হয়। বৈঠকে তাঁকে গালিগালাজ করেন। অপমান সইতে না পেরে বাড়িতে গিয়ে ইঁদুর মারা বিষ পান করেন। 

তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুরে মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে নেওয়ার পথে বড় খোচাবাড়ী পৌঁছালে তিনি মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

মদ্যপ অবস্থায় বিএনপির নেতাসহ ৯ জন গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

সেকশন