হোম > সারা দেশ > সিলেট

ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

পাখিসহ ফেসবুকে লাইভে দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ফেসবুকে পরিযায়ী পাখির মাংস বিক্রির জন্য লাইভ করায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির নামে সুনামগঞ্জ বন আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার মৌলভীবাজার সদর বন কর্মকর্তা (ওয়াইল্ডলাইফ রেঞ্জার) মো. গোলাম সারোয়ার বাদী হয়ে মামলাটি করেন। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮-এর ২ ধারায় মামলাটি করা হয়।

আদালতের নাজির এনামুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনামগঞ্জ বন আদালতে এটিই প্রথম পাখি হত্যার মামলা। বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করেছেন। বুধবার মামলার বিষয়ে নির্দেশনা দেবেন তিনি।

এজাহারে বাদী আদালতকে জানিয়েছেন, অবৈধভাবে অতিথি পাখি শিকার করে নিজের দখলে রেখেছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন। পরে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে ‘হাওরপাড়ের মানুষ’ নামে ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে। এমন নির্মম দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখে সরেজমিনে অপরাধীকে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যাওয়ায় আটক করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ জন্য তাঁরা আদালতে মামলা করেছেন।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন