হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিজ্ঞপ্তি

পরিবেশের সমস্যা সম্পর্কে সচেতনতা ও পদক্ষেপ নেওয়ার জন্য স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) দুদিনব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে এসইউবির স্থায়ী ক্যাম্পাসে ৫ ও ৭ জুন বৃক্ষ রোপণ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

 ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে ৫ জুন সকাল ১০টায় এসইউবি পরিবেশ ক্লাব ও এসইউবি ফার্মা এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক ক্লাব দুটি পৃথক শোভাযাত্রা বের করে। 

শোভাযাত্রা ক্যাম্পাসের বিজয় টাওয়ার থেকে শুরু হয়ে স্বাধীনতা টাওয়ারে এসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়। এতে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, উপদেষ্টা, ডিন, বিভাগীয় প্রধান, অনুষদ সদস্য, পরিচালক, আইকিউএসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

গত ৭ জুন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভপ্রো পার্টনারসের (গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজি) রিসার্চ ফেলো মুহাম্মদ সেলিম হোসেন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের উপদেষ্টা মুহাম্মদ হুমায়ুন কবির। তাঁদের বক্তব্যে এই বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ উঠে আসে। 

বিভাগের প্রধান, অনুষদ সদস্যরা ও শিক্ষার্থীরা উৎপাদনশীল আলোচনায়, পরিবেশগত সমস্যা মোকাবিলায় ধারণা ও কৌশল বিনিময় করেন। বক্তারা পরিবেশগত টেকসইতার প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি ও একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। 

আলোচনা সভার পরে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন যা পরিবেশগত সংরক্ষণ এবং ভূমি পুনরুদ্ধারের প্রতি তাঁদের উৎসর্গের প্রতীক। যা পরিবেশগত সমস্যাগুলো মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে শক্তিশালী করার একটি ব্যবহারিক প্রদর্শন হিসেবে কাজ করেছিল।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন