নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০ তলা একাডেমিক ভবন ও কেন্দ্রীয় গবেষণাগারের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। ছয় বছর কেটে গেলেও শেষ হয়নি এর এক-চতুর্থাংশের নির্মাণকাজ। দীর্ঘদিন স্থগিত ছিল ৩ নম্বর একাডেমিক ভবনের কাজ। অথচ এটির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। ফলে রুমের সংকটে ক্লাস করতে হিমশিম খেতে হচ্ছে ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ১৩২ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। সাময়িকভাবে ক্লাসরুমের সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ভবন-৩-এর দ্বিতীয় তলায় কয়েকটি রুম করে সেখানে কয়েকটি বিভাগকে বরাদ্দ দিয়েছে। সংকট মোকাবিলায় প্রভোস্ট বিল্ডিং ও বিশ্ববিদ্যালয় মেডিকেলেও ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয় কয়েকটি বিভাগকে।
শুধু তা-ই নয়, নোবিপ্রবি শিক্ষক সমিতি, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের বসা ও কার্যক্রম পরিচালনার জন্য কোনো রুম নেই। ফলে বিশ্ববিদ্যালয়ে ব্যাহত হচ্ছে সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম। এ অবস্থায় নোবিপ্রবির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একাডেমিক ভবন-৩-এর কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।
ফজলে এলাহী ফুয়াদ, শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়