মো. ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি
দেশের বিভিন্ন জায়গায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এদিকে বেগুনি জারুল ফুল দৃষ্টি কেড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।
গ্রীষ্মের ঋতুতে প্রকৃতির নজরকাড়া, পাপড়ির নমনীয় কোমলতায়, দৃষ্টিনন্দন সৌন্দর্য নিয়ে প্রকৃতিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল। বেগুনি রঙের ফুলে আচ্ছাদিত নান্দনিকতার অরূপ শোভা বিরাজ করে পুরো ক্যাম্পাসে। জারুল ফুল যেমন শোভা বর্ধন করে, গাছ তেমন বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে। ডায়াবেটিস, জ্বর, অনিদ্রা, কাশি, অজীর্ণতাসহ বিভিন্ন রোগের মহা ওষুধ এই জারুল গাছ।
জারুলের হাস্যোজ্জ্বল প্রকৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাহমুদা সুলতানা মীম জানান, ‘বৈশাখ মাসের তীব্র গরমে বরাবরের মতো প্রাকৃতিকভাবে সেজে উঠছে ক্যাম্পাস। গাছের সবুজ পাতার ফাঁকে ঝাঁক বেঁধে দেখা মিলছে জারুল, কৃষ্ণচূড়া, সোনালু প্রভৃতি গ্রীষ্মকালীন ফুল। বেগুনি রঙের জারুল ফুলেরা কেড়ে নিচ্ছে শিক্ষার্থীদের মুগ্ধ দৃষ্টি। গাছের নিচে ফুলের পাপড়ি ঝরে তৈরি হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য। কখনো ফুল হাতে ক্যাম্পাসে দেখা মিলছে শিক্ষার্থীদের। সোশ্যাল মিডিয়াতেও সৌন্দর্য ছড়াচ্ছে জারুল ফুল। গাছের কলিগুলো থেকে আগামী কয়েক দিনের মধ্যে এই ফুলের পরিমাণ আরও বাড়বে।’