হোম > শিক্ষা > ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে বেগুনি জারুল মুগ্ধতা ছড়াচ্ছে

মো. ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি

দেশের বিভিন্ন জায়গায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এদিকে বেগুনি জারুল ফুল দৃষ্টি কেড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।

গ্রীষ্মের ঋতুতে প্রকৃতির নজরকাড়া, পাপড়ির নমনীয় কোমলতায়, দৃষ্টিনন্দন সৌন্দর্য নিয়ে প্রকৃতিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল। বেগুনি রঙের ফুলে আচ্ছাদিত নান্দনিকতার অরূপ শোভা বিরাজ করে পুরো ক্যাম্পাসে। জারুল ফুল যেমন শোভা বর্ধন করে, গাছ তেমন বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে। ডায়াবেটিস, জ্বর, অনিদ্রা, কাশি, অজীর্ণতাসহ বিভিন্ন রোগের মহা ওষুধ এই জারুল গাছ।

ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম পাশের রাস্তায় দেখা পাওয়া যায় জারুল গাছ। এ ছাড়া একাডেমিক ভবন, আবাসিক হল, ডরমিটরির আশপাশে জারুল ফুল মুগ্ধতা ছড়াচ্ছে। শীত ও বসন্তের পরে ভরা গ্রীষ্মেও নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ফুলের মায়াবী আবহে আচ্ছন্ন করে রেখেছে এ জারুল। তেজহীন রৌদ্রদীপ্ত সকাল, তপ্ত দুপুর কিংবা পশ্চিমে এলিয়ে দেওয়া সূর্যহীন বিকেলে বিশ্ববিদ্যালয়ের পথচারীদের দাঁড় করিয়ে নিজের দিকে একপলক দেখার সম্মোহনী শক্তি নিয়ে যেন ফুলগুলো পরিস্ফুটিত হয়েছে।

জারুলের হাস্যোজ্জ্বল প্রকৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাহমুদা সুলতানা মীম জানান, ‘বৈশাখ মাসের তীব্র গরমে বরাবরের মতো প্রাকৃতিকভাবে সেজে উঠছে  ক্যাম্পাস। গাছের সবুজ পাতার ফাঁকে ঝাঁক বেঁধে দেখা মিলছে জারুল, কৃষ্ণচূড়া, সোনালু প্রভৃতি গ্রীষ্মকালীন ফুল। বেগুনি রঙের জারুল ফুলেরা কেড়ে নিচ্ছে শিক্ষার্থীদের মুগ্ধ দৃষ্টি। গাছের নিচে ফুলের পাপড়ি ঝরে তৈরি হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য। কখনো ফুল হাতে ক্যাম্পাসে দেখা মিলছে শিক্ষার্থীদের। সোশ্যাল মিডিয়াতেও সৌন্দর্য ছড়াচ্ছে জারুল ফুল। গাছের কলিগুলো থেকে আগামী কয়েক দিনের মধ্যে এই ফুলের পরিমাণ আরও বাড়বে।’

এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ বলেন, ‘গ্রীষ্মের তাপদাহে যখন অতিষ্ঠ জীবকুল তখন থরে থরে সাজানো একটা ফুল আপনাকে আমাকে চোখ জুড়ানো মায়াতে আকৃষ্ট করে। সবুজ পাতা, হালকা বাদামি বর্ণের বাকল আর ছয়টি মুক্ত পাপড়ি আর হলুদ রঙের পরাগবিশিষ্ট এ ফুল দেখা মিলবে ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে।’

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন