মো. খশরু আহসান
নির্বাচনে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কে আবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন! সম্প্রতি ইরানের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? কিংবা মালদ্বীপ কেনই-বা ভারত ছেড়ে চীনের দিকে ঝুঁকছে? ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ টিকিয়ে রাখছে কারা? ভবিষ্যতের অর্থনীতিতে যুক্তরাষ্ট্র কি বিশ্ব মোড়লের তকমা ধরে রাখতে পারবে? নাকি ডলারের জায়গা দখল করে নেবে চীন কিংবা রাশিয়া!
ঢাকা কলেজের বিজয় চত্বরে দাঁড়ালে প্রায়ই দেখা যায়, এসব আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংসদের মতো একদল উচ্ছ্বসিত তরুণ পক্ষে-বিপক্ষে কথা বলছেন। ক্লাবটির স্লোগান, ‘যুক্তিই শক্তি, যুক্তিই মুক্তি’। এই জানুয়ারিতে দেশের বিতর্ক জগতে সাফল্যের ছাপ রেখে ১৫ বছরে পদার্পণ করল ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। শুধু কলেজের ১৮ একরের চত্বরে নয়; বরং দেশের বিতর্ক জগতে এক প্রকার কৃতিত্বের ছাপ রাখছে দেশের প্রাচীনতম ঢাকা কলেজ।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) ২০১০ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। এরপর এর নিয়মিত এগিয়ে চলার গল্প। গত বছর সংগঠনটি বিইউএফটি আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ইডিইউডিএস ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়। ২০২০ সালে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত প্রথম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা কলেজ। এ ছাড়া এটিএন বাংলা আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হন ঢাকা কলেজের স্নাতক পর্যায়ের বিতার্কিকেরা।
শুধু তা-ই নয়, বুটেক্স ডিসি আয়োজিত আন্তকলেজ বিতর্ক-২০২২ এ চ্যাম্পিয়ন, নটর ডেম আয়োজিত বিজনেস ফেস্ট-২০২২ এ চ্যাম্পিয়ন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত প্রথম আন্তকলেজ বিতর্ক-২০২৩ এ চ্যাম্পিয়ন ও ৫ম জিএসসিডিসি আন্তকলেজ বিতর্ক-২০২৩ চ্যাম্পিয়ন, এসএসএডিসি আয়োজিত আন্তকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি।
ক্লাবটি সব সময় নতুন বিতার্কিক তৈরিতে কাজ করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তি হয়। শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা এবং সৃজনশীল মানসিকতা বাড়াতে সব সময় বিভিন্ন আয়োজন করে ক্লাবটি।
২০১৩ সালে প্রথমবারের মতো সংগঠনটি কলেজ ক্যাম্পাসে আয়োজন করে ‘ডিসিডিএস প্রথম আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’।
২০১৯ সালে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজন করে ‘সিটিটিসি-ডিসিডিএস’ সহিংসতাবিরোধী জাতীয় আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা।
যুক্তির খোরাক সবার কাছে পৌঁছে দিতে ক্লাবের সদস্যরাও ঘুরে বেড়ান দেশজুড়ে—কখনো তার্কিক, কখনো বিচারক হিসেবে।