অনলাইন ডেস্ক
ঘটনার এক দিন পর প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা সেই দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও তাঁর পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দেখিয়ে সাইফের গৃহপরিচারিকাকে হুমকি দেয় এবং তাঁর কাছে ১ কোটি টাকা দাবি করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশই ওই দুষ্কৃতকারীর ছবি প্রকাশ্যে আনে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী মুম্বাই পুলিশ বলছে, আহত ওই গৃহপরিচারিকার দাবি, বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ সাইফের ছোট ছেলে জে’র ঘরে ছিলেন তিনি। সে সময় বাথরুমের কাছে কারও ছায়া দেখতে পান। ওই ছায়া কারিনা কাপুরের ভাবেন তিনি। তাঁর মনে হয়, ছেলের ঘরে যাচ্ছেন কারিনা। কিন্তু কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না, অথচ আশপাশে ঘুরপাক খাচ্ছে। তখন ঘর থেকে বের হন তিনি। তখন ওই যুবক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, ওই যুবক অস্ত্রের মুখে চিৎকার করতে নিষেধ করে পরিচারিকাকে। এরপর তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করে। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির শব্দে সাইফের ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার ওপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফকে এলোপাতাড়ি আঘাত করে। পরে বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়েন ওই যুবক। মোট ছয়টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় সাইফ আলীর।
এদিকে ঘটনার সময় সাইফের গাড়িচালক অনুপস্থিত ছিলেন। সে কারণে বাড়ি থেকে ইব্রাহিম ও সারা আলী খানের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে খবর পাওয়ামাত্রই সেখানে পৌঁছান সন্তানেরা। বাবাকে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম। অস্ত্রোপচারের পর বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন সাইফ।
সম্প্রতি সাইফ আলী খান ‘দেবারা পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যরা। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।