হোম > বিনোদন > হলিউড

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

বিনোদন ডেস্ক

ক্যামেরন ডিয়াজ। ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য মিল ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন, তা-ও ১০ বছর পর। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বন্ধ করেছিলেন প্রকাশ্যে আসা। এই দীর্ঘ সময় পরিবারকে কেন্দ্র করেই ছিল তাঁর সব ব্যস্ততা।

এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনে অভিনয় করলেও এখন থেকে নিয়মিত ক্যামেরার সামনে আসবেন কি না, নিশ্চিত নন ক্যামেরন ডিয়াজ। এম্পায়ার ম্যাগাজিনকে তিনি জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তাঁর রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।

ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করে আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি; সে জেমি ফক্স।’ উল্লেখ্য, বিরতির আগে ডিয়াজের সর্বশেষ সিনেমা অ্যানিও ছিল জেমির সঙ্গে।

ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

‘ফেউ’ নিয়ে ফিরছেন চঞ্চল

সেকশন