হোম > বিনোদন > গান

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

পাভেল আরিন। ছবি: সংগৃহীত

নিজের সংগীত পরিচালনায় গত বছর নতুন মিউজিক সেশন শুরু করেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন। নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। প্রথম সিজনে ছিল ৮ শিল্পীর ৯টি গান। শুরু হচ্ছে লিভিং রুম সেশনের দ্বিতীয় সিজন। এবার আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্ল্যাটফর্ম। ১৫ দেশের মিউজিশিয়ানদের সঙ্গে গাইবেন বাংলাদেশ ও স্পেনসহ ৪ দেশের শিল্পী। লিভিং রুম সেশনের নতুন যাত্রায় পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। আগামী তিনটি সিজনের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।

গত শনিবার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে লিভিং রুম সেশনের নতুন সিজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে লন্ডনের রেস্তোরাঁ দ্য আইভি টাওয়ার ব্রিজে। এ সময় উপস্থিত ছিলেন পাভেল আরিন, সংগীতশিল্পী ও ড্রামার ইমতিয়াজ আলী এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাহাত আমিন ও নির্বাহী পরিচালক শাহ ফরহাদ।

মুঠোফোনে লন্ডন থেকে পাভেল বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে গানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল লিভিং রুম সেশন। রেকর্ডিং শুরু হলেই শিল্পীদের নাম প্রকাশ করব। নতুন সিজনে থাকবেন এশিয়া ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানরা। ইতিমধ্যে চার দেশের শিল্পীদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে, কারো কারো সঙ্গে চুক্তিও হয়ে গেছে। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব।’

এবারের সিজনে থাকবে ১২টি গান। আগামী ঈদুল আজহায় এই সিজনের প্রথম গান প্রকাশ হবে বলে জানান পাভেল।

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

‘ফেউ’ নিয়ে ফিরছেন চঞ্চল

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য লিওনার্দোর ১০ লাখ ডলার অনুদান

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

সাইফ ‘আশঙ্কামুক্ত’, কারিনা কাপুর ও সন্তানেরা নিরাপদ

সেকশন