হোম > বিনোদন > বলিউড

এবার মুক্তির অপেক্ষা

বিনোদন ডেস্ক

করোনায় সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। যার কারণে আগেই বোঝা গিয়েছিল, ঘোষণা দিলেও চলতি বছরের বড়দিনে আসছে না আমির খানের আলোচিত ছবি ‌‘লাল সিং চাড্ডা’। তবে জানা যায়, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষের পথে। বলা যায়, ৯৯ শতাংশ শুটিং শেষ। মুম্বাইয়ে ৩ দিনের জন্য স্টুডিওতে শুটিংয়ের পর সিনেমার শুটিংয়ে ইতি টানা হবে।

যদি কোনো দৃশ্য বাদ বা নতুন করে যোগ না করা হয় তাহলে ছবির শুটিং শেষে পোস্ট প্রডাকশন শুরু করা হবে। আমির খান বলেন,‘কাজ যেহেতু শেষের পথে তবে পরিস্থিতি অতিরিক্ত খারাপ না হলে এই বছর বড়দিনেই আসছে ছবিটি।’

সিনেমায় বাকি দুই খানের ক্যামিও আছে বলে শোনা যায়। এছাড়া আক্কেনিনি নাগাচৈতন্য, কারিনা কাপুর খানও আছে এই সিনেমায়।

বড়দিনে ‘পুস্পা’ এবং ‘স্পাইডার ম্যান’ এর সাথে সিনেমাটির ক্ল্যাশ হতে পারে।

১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন