হোম > বিনোদন > বলিউড

আরিয়ানের ব্র‍্যান্ডের জ্যাকেটে এড শিরানকে মান্নাতে স্বাগত জানান শাহরুখ-গৌরী

বিনোদন ডেস্ক

ভারতে অবস্থান করেছেন জনপ্রিয় পপ তারকা এড শিরান। আগামী ১৬ মার্চ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে হবে তাঁর দ্বিতীয় কনসার্ট। এর আগে মুম্বাইয়ের স্কুল থেকে বলিউড তারকাদের সঙ্গে পার্টিতেও দেখা গেছে তাঁকে। গতকাল বুধবার রাতে এড শিরানকে মান্নাতে আতিথ্য দিয়েছেন শাহরুখ-গৌরী। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ও ভিডিওতে শেরানকে শাহরুখপুত্র আরিয়ানের ব্র্যান্ড ডি’ইয়াভোল এক্সের জ্যাকেটে দেখা গেছে।

গৌরীর শেয়ার করা ছবিতে চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানকেও দেখা গেছে। ছবিগুলো শেয়ার করে, গৌরী খান ক্যাপশনে লিখেছেন, ‘আপনাকে গাইতে শুনে কী যে আনন্দ লাগছে! আমাদের সাথে সন্ধ্যা কাটানোর জন্য আপনাকে ধন্যবাদ।’

এর আগে বলিউড তারকাদের সঙ্গে একটি পার্টিতেও যোগ দেন। ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এড শিরানকে আরমান মালিকের সঙ্গে নাচতে দেখা গেছে। নাচের সময় বাজছিল ভাইরাল গান ‘বুট্টা বোম্মা’। আরমান মালিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার পছন্দের ব্যক্তিত্বের সঙ্গে।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই অনুষ্ঠানে বলিউডের অন্যান্য তারকাদের মতো অভিনেতা এবং গায়ক আয়ুষ্মান খুরানাও উপস্থিত ছিলেন। তিনি জানান, এড শিরানকে তিনি শিল্পী হিসেবে ব্যাপক পছন্দ করেন। তার সঙ্গে দেখা করতে পেরে তিনি বেশ আনন্দ পেয়েছেন।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন