হোম > বিনোদন > বলিউড

অভিনয় ছাড়তে চেয়েছিলেন আমির খান

বিনোদন ডেস্ক

করোনা মহামারিতে বদলেছে বিশ্ব। মানুষের জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন। বদলে গেছে চিন্তাভাবনা। সেই প্রভাব পড়েছে আমির খানের মনেও। এই অভিনেতা সিদ্ধান্ত নিয়েছিলেন সিনেমা থেকে অবসর নেবেন। ছেড়ে দেবেন অভিনয়, পরিচালনা, প্রযোজনা। মিস্টার পারফেকশনিস্টের সিনেমায় শেষ কাজ হবে ‘লাল সিং চাড্ডা’। কিন্তু সিনেমা মুক্তির আগে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চাননি আমির। ভাবছিলেন তিনি, তাতে মানুষের মনে হবে এই ঘোষণা আসলে তাঁর ব্যবসা করার কৌশল।

নিজের সিদ্ধান্তের কথা পরিবারকে জানান আমির খান। এত বছর পরিবারের সঙ্গে তিনি সময় কাটাতে পারেননি, তাঁদের জন্যই এই সিদ্ধান্ত তাঁর। অবসর নিয়ে পরিবারকে সময় দেবেন। কিন্তু সাবেক স্ত্রী কিরণ রাও থেকে শুরু করে মেয়ে ইরা খান, কেউ তাঁর সিদ্ধান্তে খুশি হননি। আমির বলেন, ‘আমি তো সিনেমা ছেড়ে দিয়েছিলাম। এত দিন কাউকে সেটা বলিনি। আমি আমার পরিবারকে জানিয়েছিলাম, আমি শুধু তোমাদের সাথে সময় কাটাব। কিরণ আর ওর মা-বাবা, রিনা আর ওর মা-বাবা, আমার সন্তানরা, আমার পরিবার ওখানে ছিল। আমি বুঝতে পেরেছিলাম, হঠাৎ করে বললাম বলে ওরা অবাক হয়েছিল। তখন আমার সঙ্গে কেউ এটা নিয়ে তর্ক করেনি।’

আমির যোগ করেন, ‘আমি সিদ্ধান্ত নিলাম, এমনিতেই তো আমি তিন-চার বছর পর পর সিনেমা বানাই। ‘লাল সিং চাড্ডা’ বানানোর পর তিন-চার বছর চুপ থাকব। তারপর আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, কেউ জানতেও পারবে না। এভাবেই তিন মাস কেটে যায়। এরপর একদিন আমার ছেলেমেয়ে আমাকে বলে, তুমি এটা ঠিক করছ না। তোমাকে পরিবার ও কাজের মধ্যে ব্যালেন্স করতে হবে। গত দুই বছরে সত্যি অনেক কিছু ঘটে গেছে। আমি সিনেমায় কাজ করা ছেড়ে দিয়েছি, আবার ফিরেও এসেছি।’

মেয়ে ইরা আমির খানকে তখন বলেন, ‘গত তিন মাসে আমাদের সঙ্গে যতটা সময় কাটিয়েছ, আমার সারা জীবনে এত সময় দাওনি। তাই আলাদা করে আর অবসর নিও না।’ মজার ছলে বাবাকে ইরা বলেছেন, ‘আর পারছি না তোমায় নিতে।’

মেয়ের মানসিক সমস্যার কথা উল্লেখ করে আমির বলেন, ‘ইরা এখন ২৩। সারা জীবনে তাঁর নানা মানসিক সমস্যা হয়েছে। কিন্তু আমাকে কখনো সেভাবে পায়নি ইরা। আমার পরিচালকদের স্বপ্ন, ভয়, আতঙ্কের কথা জানি আমি; কিন্তু মেয়ের স্বপ্ন, ভয়, আতঙ্কের কথাই জানিনি কোনো দিন। এত বছর পরে সেসব জেনেছি।’

অন্যদিকে কিরণ এই সিদ্ধান্ত মেনে নেননি। কিরণের কথা, ‘যখনই তোমাকে দেখি, তোমার ভেতরে সিনেমা দেখতে পাই। তোমার রক্তে সিনেমা।’ কিরণ এভাবেই আমিরকে নিজের সিদ্ধান্ত বদলের জন্য রাজি করানোর চেষ্টা করেন।

সফল হন আমিরের পরিবারের সদস্যরা। নিজের সিদ্ধান্ত বদল করেন আমির। এখনই অবসর নেবেন না তিনি। তবে সাক্ষাৎকারে তিনি জানান, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তকমা মুছে ফেলতে চান তিনি। নিজেকে নিখুঁত বলে মনে করেন না আমির।

করোনার কারণে একাধিকবার পিছিয়েছে আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। আগামী ১১ আগস্ট ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে। আমির খান, কারিনা কাপুর, নাগা চৈতন্য, মোনা সিং অভিনয় করেছেন বহুল প্রতীক্ষিত এই সিনেমায়।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন