বিনোদন ডেস্ক
ক্রিসমাস উপলক্ষে ভারতে চারটি বড় বাজেটের ছবি মুক্তি পাবে। ছবিগুলো হলো আল্লু অর্জুনের ‘পুষ্প’, ইয়াশের ‘কেজিএফ ২ ’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর সিংয়ের ‘সার্কাস’। এর মধ্যে ‘লাল সিং চাড্ডা’ ও ‘সার্কাস’ হিন্দি ভাষায় ও অন্য দুটি ছবি মুক্তি পাবে ভারতজুড়ে একাধিক ভাষায়।
বড়দিন উপলক্ষে ‘লাল সিং চাড্ডা’ ও ‘কেজিএফ ২’ প্রতিযোগিতায় নামছে সে খবর আগেই প্রকাশ হয়েছে। কয়েক দিন আগে ঠিক করা হয়, আল্লু অর্জুনের ‘পুষ্প’ ক্রিসমাসে মুক্তি পাবে। তিনটি ছবিই বড় বাজেটের। ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে রীতিমতো সুপারস্টারে পরিণত হয়েছেন দক্ষিণী অভিনেতা ইয়াশ। সে জন্যই ‘কেজিএফ ২’ নিয়ে ভারতজুড়ে অন্য রকম আগ্রহ। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ছবিতে রকি ভাই চরিত্রে ইয়াশ মুখোমুখি হবেন খলনায়ক অধীরা চরিত্রের সঞ্জয় দত্তের।
টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তাঁর সাবেক স্ত্রী কিরণ। আমির খানের ছবি বলে কথা, আগ্রহের কমতি থাকবে না দর্শকদের মধ্যে।
চার ছবির এই দৌড়ে কে থাকবে এগিয়ে কে-ই বা পড়বেন পিছিয়ে—তা নিয়েই চলছে তুমুল আলোচনা। অনেকেই ধারণা করছেন শেষ পর্যন্ত আর্থিক ক্ষতির কথা চিন্তা করে প্রতিযোগিতা থেকে সরেও পড়তে পারেন কেউ।