বিনোদন ডেস্ক
ঢাকা: করোনার এই সময়ে বিনোদন এখন মুঠোফোন বা টেলিভিশনের স্ক্রিনেই সীমাবদ্ধ। গত বছরের মতো এ বছরও সিনেমা হলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেটা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও। হিন্দিতে একের পর এক ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলেও, কলকাতার ক্ষেত্রে ভিন্ন চেহারা।
এখানে ছোট–বড়-মাঝারি বাজেটের নানা ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ইন্ডাস্ট্রির অনেক প্রযোজক–পরিচালকই ছবির চেয়েও এই মুহূর্তে বেশি চিন্তিত করোনা মোকাবিলা নিয়ে। ব্যক্তিগতভাবেও বিপর্যস্ত অনেকে। কেউ স্বজন হারিয়েছেন, কেউ আক্রান্ত ব্যক্তিদের সাহায্যে ব্যস্ত। তাই ছবির ভবিষ্যৎ এই মুহূর্তে থমকে আছে।
মুক্তির অপেক্ষায় বড় বাজেটের এসভিএফ-এর ‘গোলন্দাজ’ এবং রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। মুক্তির তারিখও নির্ধারণ হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসে। তবে আগস্ট পর্যন্ত করোনার প্রকোপ না কমলে সে সম্ভাবনা ক্ষীণ। সিনেমা হল খুললেও ভিড় হওয়ার সম্ভাবনা কম।
কলকাতার অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস প্রযোজিত প্রায় ডজনখানেক ছবি রয়েছে, যা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রতিষ্ঠানটি। তাদের প্রত্যাশা হল খুললে প্রথম ‘বনি’ মুক্তি দেবে, ক্রিসমাসে ‘কাবেরী অন্তর্ধান’। কিন্তু পরিস্থিতি যা, তাতে প্ল্যান করলেও তা বদলে যেতে পারে।
‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী, ‘টেনিদা, অঙ্কুশ-শুভশ্রীর হরর কমেডি, হরনাথ চক্রবর্তীর থ্রিলারসহ অনেক ছবি জমেছে সুরিন্দর ফিল্মসের ঘরে।