হোম > বিনোদন > সিনেমা

মুক্তি পেছাচ্ছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুক্তি পেছাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস নির্মিত প্রথম সিনেমা ‘অসম্ভব’-এর। আগামী ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও সিনেমাটির মুক্তি পেছাচ্ছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস।

অরুণা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই সপ্তাহে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি ‘‘মুজিব: একটি জাতির রূপকার’’ মুক্তি পেয়েছে। আমাদের সবার দায়িত্ব রয়েছে সিনেমাটির পাশে থাকার। এ ছাড়া অসম্ভব সিনেমাটি দেশের সবাইকে দেখানোর জন্য নির্মাণ করছি। তাই বেশি হলে মুক্তি দিতে চাই। সবকিছু মিলিয়ে মুক্তির সিদ্ধান্ত পিছিয়েছি। শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।’

এর আগে অরুণা বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে তা দিয়ে এ সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি তো বটে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, কাজ করতে গিয়ে সেটিও ছাড়িয়ে গেছে। পূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।’

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

সিনেমাটির গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমারি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন