হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

রাম চরণের জন্মদিনে গেম চেঞ্জারের ঘোষণা

বিনোদন ডেস্ক

আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।

অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন। 

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম। 

কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’

চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন