কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা। এর মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে বের হতে হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে।
ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়কপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো গন্তব্যে পৌঁছাচ্ছে কয়েক ঘণ্টা দেরিতে। নির্ধারিত সূচির ১-২ ঘণ্টা দেরিতে চলাচল করছে ট্রেনও।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
দিনাজপুর প্রতিনিধি জানান, কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল বাতাসে কাবু এ অঞ্চলের মানুষ। রাত থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের সকালে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
এদিকে স্কুল খোলা নাকি বন্ধ তা নিয়ে ধোঁয়াশা থাকায় সকালে অনেক স্কুল খোলা রাখতে দেখা যায়। পরে অবশ্য জেলা শিক্ষা অফিস বন্ধ ঘোষণা করলে স্কুলগুলোতে ছুটি দেওয়া হয়। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে কাবু শহরের রামনগর এলাকায় কাজের সন্ধানে আসা রিপন মিয়া বলেন, ‘যে শীত ভাই, কিন্তু প্যাট তো মানে না। কাম না করিলে খামো কী। ঠান্ডার কারণে কাজও হয় না।
গরিব মানুষের কষ্ট কেউ দেখে না। কাম করিবা গেইলে হাতগুলা কোঁকড়া (জড়ো) নাগি আইসেছে।’
দিনাজপুর কালেক্টরেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখের আলী বলেন, ‘এই শীতে স্কুল খোলা নাকি বন্ধ তা নিয়ে বিপদে আছি। আজকে (গতকাল) তাপমাত্রা অনেক কম কিন্তু স্কুল বন্ধের নোটিশ পেলাম অনেক পরে। সকালের শিফটে শিক্ষার্থীরা এসেছিল, আমরা ৩টা ক্লাস করে ছেড়ে দিয়েছি।’
জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘শীতের কারণে আমরা মঙ্গল ও বুধবার স্কুল ছুটি দিয়েছিলাম। গতকাল তাপমাত্রা বেশি ছিল। কিন্তু আজকে তাপমাত্রা আবার কমে যাওয়ায় আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
নীলফামারী প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। বেলা ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
নীলফামারী রেলওয়ে স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম রতন জানান, ঘন কুয়াশার কারণে ট্রেন ধীরগতিতে চলাচল করছে। এর ফলে ঢাকা-চিলাহাটি রুটের ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ এবং খুলনা-চিলাহাটি রুটের ‘রূপসা এক্সপ্রেস’ ও ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনগুলো ১-২ ঘণ্টা দেরিতে গেছে।
মাগুরা প্রতিনিধি জানান, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় মাগুরায় নেমে এসেছে স্থবিরতা। দুই সপ্তাহ ধরে দিনব্যাপী এই অবস্থা চলায় নিম্ন আয়ের মানুষের আয়ে টান পড়েছে। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীতে আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
দিনমজুর সবুর মোল্লা জানান, শ্রীপুর উপজেলা থেকে ভোরবেলা মাগুরা শহরে এসেছেন কাজের খোঁজে। কিন্তু সকাল ৮টা বেজে গেলেও মানুষ আসছে না কাজে নিয়ে যাওয়ার জন্য। তিন দিন ধরে কোনো কাজ পাচ্ছেন না তিনি। বাজার করতে না পারায় বাকি নিয়ে কষ্টে চলে তাঁর সংসার।