সৌগত বসু, টেকনাফ থেকে
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে এর প্রভাবে সেন্টমার্টিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে থেমে থেমে।
সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা সাবেক ইউপি সদস্য নজির আহমেদ বলেন, ‘সেন্টমার্টিন এখন পর্যন্ত শান্ত আছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মাঝে, খুবই হালকা। বাতাস নেই।’
ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত হানার কোনো লক্ষণ দেখছেন কি না জানতে চাইলে নজির আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত এমন কিছুই আমরা দেখতে পাচ্ছি না।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান রাত ৩টা ২৫ মিনিটে আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এখনো বাতাস শুরু হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আছে। এখন পর্যন্ত নিরাপদে আছে সবাই।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এরই মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে। রোববার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে ঝড়টি কক্সবাজার–উত্তর এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।