অনলাইন ডেস্ক
২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করার প্রতিশ্রুতি দেবেন বিশ্বের শতাধিক দেশের নেতারা। আজ মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলনে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবারের এই চুক্তিতে থাকবে ব্রাজিলও। এই দেশের আমাজন বনের বেশির ভাগ অংশেই উজাড় চলছে।
বিশ্বনেতাদের এই চুক্তিতে ১৪০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষজ্ঞরা এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে ২০১৪ সালে বন উজাড় বন্ধ করার চুক্তিটি ব্যর্থ হওয়ায় এবারের বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখে বন উজাড়। এ কারণে জলবায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বাড়ছে।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আনতে হলে গ্লাসগোতে দুই সপ্তাহের শীর্ষ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কানাডা, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়াসহ দেশগুলো এই বন উজাড় বন্ধ করার চুক্তিতে থাকছে। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ বনভূমি বিশ্বের এই দেশগুলোতে রয়েছে।
বিবিসি জানিয়েছে, বন উজাড় বন্ধের তহবিল বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতেও যাবে। সেখানে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার, দাবানল মোকাবিলা এবং আদিবাসী সম্প্রদায়কে সহায়তা করার জন্য এই তহবিল পাঠানো হবে।
বিশ্বের প্রায় ৩০টির বেশি বড় কোম্পানিও বন উজাড় কর্মকাণ্ড বন্ধের জন্য বিনিয়োগ বন্ধ করতে এই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।