কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদে সবুজ মিয়া নামে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। গতকাল শুক্রবার বিকেলে কটিয়াদী বাজারের পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ নদ থেকে সবুজ মিয়ার জালে মাছটি ধরা পড়ে।
জেলে সবুজ মিয়া জানান, শুক্রবার বিকেলে আড়িয়াল খাঁ নদে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ওই বিরল প্রজাতির মাছটি জালে ওঠে। কালো রঙের মাছটির মাঝে ডোরাকাটা দাগ রয়েছে। এটি প্রথমে দেখে ভয় পেয়ে যান বলে জানান তিনি। পরে যখন মাছটি বাজারে নিয়ে আসেন তখন মানুষজন এটা দেখতে ভিড় করে। তারা মাছটিকে বিভিন্ন নাম দেয়। কেউ বলে রাক্ষুসে মাছ, কেউ বলে পাখি মাছ। পরে একজন মোবাইলে ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে জানায় এটা ‘সাকার ফিশ’।