হোম > পরিবেশ

আফ্রিকার পার্ক সংরক্ষণে ১০ কোটি ডলার অনুদান ঘোষণা

অনলাইন ডেস্ক

আফ্রিকার পার্ক সংরক্ষণের জন্য ১০ কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন রব এবং মেলানি দম্পতি। রব ও মেলানির ওয়াল্টন ফাউন্ডেশনের (আরএমডব্লিউএফ) মাধ্যমে আগামী ১০ বছরে এই অর্থ দেওয়া হবে। 

সানি স্কাইজ নিউজের এক সংবাদে বলা হয়েছে, সম্প্রতি অলাভজনক প্রতিষ্ঠান আফ্রিকান পার্কস আরএমডব্লিউএফের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। আফ্রিকান পার্কস বলছে, শুরু থেকেই আরএমডব্লিউএফ আফ্রিকান পার্কসকে সহযোগিতা করে আসছে। আফ্রিকার সংরক্ষিত এলাকা সংরক্ষণের জন্য এটা সবচেয়ে বড় চুক্তি। আগামী পাঁচ বছরে চুক্তির সাড়ে সাত কোটি ডলার দেওয়া হবে। এবং বাকি অর্থ পরবর্তী পাঁচ বছরে দেওয়া হবে। পরবর্তী পাঁচ বছরের অর্থ কঙ্গো ও এঙ্গোলার দুটি পার্কের জন্য ব্যয় করা হবে। 

এই অনুদান আগামী ১০ বছরে আফ্রিকার ৩০টি পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করবে। এ ছাড়া ওই সব এলাকার মানুষ দীর্ঘস্থায়ীভাবে উপকৃত হবে। 

মেলানি ওয়ালটন বলেন, `ভঙ্গুর বাস্তুসংস্থানকে রক্ষার জন্য অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে। টেকসই লক্ষ্য অর্জনের জন্য আফ্রিকান পার্কসের সঙ্গে কাজ করতে পেরে আমরা সম্মানিত।' 

উল্লেখ্য, আফ্রিকান পার্কস ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আফ্রিকার সংরক্ষিত এলাকার বন্য প্রাণী সংরক্ষণ, ভূমি পুনরুদ্ধার এবং ওই সব এলাকার মানুষের টেকসই জীবনধারণের জন্য কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৩০টি পার্কের ৩ কোটি হেক্টর বনাঞ্চল সংরক্ষণ করা। 

তাপমাত্রা কমতে পারে আজ, শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া দপ্তর

ঢাকার বাতাসে খানিকটা উন্নতি, দূষণের শীর্ষে করাচি

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

বায়ুদূষণ রোধে অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

সেকশন