অনলাইন ডেস্ক
কচ্ছপ সাধারণত জলে বাস করলেও ১৯০ বছর ধরে স্থলে বাস করছে জোনাথন নামের একটি কচ্ছপ। কচ্ছপটি বর্তমানে স্থলে বাস করা সবচেয়ে বয়স্ক প্রাণী। তাই এটি গিনেস বুকের রেকর্ডের খাতায়ও নাম লিখিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
কচ্ছপটি বর্তমানে রয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপ সেন্ট হেলেনার গভর্নর হাউসে। ১৮৮২ সালে কচ্ছপটি উপহার হিসেবে পান তৎকালীন গভর্নর উইলিয়াম গ্রে উইলসন। সিচেলিস থেকে কচ্ছপটি আনা হয়েছিল। তখন তার বয়স ছিল ৫০ বছর।
সে এখনো ভালোভাবে খেতে পারে। তবে এর জন্য তার তত্ত্বাবধায়কের কিছুটা সাহায্যের দরকার হয়।
গভর্নর হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, কচ্ছপটি চোখে দেখতে পারে না এবং তাঁর কোনো ঘ্রাণ শক্তি নেই। তাই তার ক্যালরি, ভিটামিন, খনিজ এবং অন্যান্য স্বাস্থ্যগত দিক ঠিক রাখার জন্য গভর্নর হাউসের ভেটেরিনারি বিভাগ তাকে সপ্তাহে একবার হাত দিয়ে খাওয়ায়।
কচ্ছপটির তত্ত্বাবধায়ক জো হলিন্স বলেন, কচ্ছপটি খুব ভালো শুনতে পায় এবং সে মানুষের সঙ্গ খুব ভালোবাসে।
গিনেসের মুখপাত্র বলেছেন, কচ্ছপটির জীবদ্দশায় দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। এ সময়ের মধ্যে ট্রেন, অটোমোবাইল আবিষ্কার এবং দাস প্রথার অবসান ঘটেছে। এ ছাড়া সে ফ্যাসিবাদ এবং কমিউনিজম উভয়ের উত্থান এবং পতনের মধ্য দিয়ে বেঁচে আছে। কচ্ছপটি বৈদ্যুতিক বাল্ব, ফটোগ্রাফ, টেলিফোন আবিষ্কারের আগে জন্ম নিয়েছে। তাই সে অনেক কিছুরই সাক্ষী।
গিনেসের মুখপাত্র বলছেন, ‘কচ্ছপটি আরও দুই শ বছর বাঁচবে।’