হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

সীমান্তে বাংলাদেশ-ভারত গানের প্রতিযোগিতা দাবিতে ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ফ্যাক্টচেক  ডেস্ক

বাংলাদেশ ও ভারত সীমান্তে দুপক্ষের গানের প্রতিযোগিতা হওয়ার দাবিতে প্রচারিত ভিডিও

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে গত ১৮ জানুয়ারি ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় তিনজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। সেই ঘটনায় পতাকা বৈঠকে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ওই ঘটনাকে কেন্দ্র করে ‘চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই পক্ষের গানের প্রতিযোগিতা হচ্ছে’—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে চলছে গান বাজিয়ে শব্দ ফাইট। ‘ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফসলী মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে বিশালাকার সাউন্ড সিস্টেমে গান বাজানো হচ্ছে।

মো. মেহেদী হাসান (MD Mehedi Hasan) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে দেওয়া পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজকে রাত ৯টা পর্যন্ত ভিডিওটিতে ১৪৬টি রিঅ্যাকশন পড়েছে এবং ২২ হাজার বার দেখেছে। পাশাপাশি ভিডিওটিতে ১১টি কমেন্ট করেছে। কমেন্টে কেউ কেউ এটিকে ভুয়া তথ্য বলে উল্লেখ করেন। আবার অনেকে সত্য ভেবে নানান ধরনের মন্তব্য করেছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে রবিউল ফানি (Robiul Funny) নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ১৭ জানুয়ারি প্রকাশিত হয়।

বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই পক্ষের গানের প্রতিযোগিতার দাবিতে দৃশ্যের সাথে রবিউল ফানি ইউটিউব চ্যানেলের ভিডিওর সাদৃশ্য

ভিডিওর ডেস্ক্রিপশনে উল্লেখ করা মুর্শিদাবাদ বনাম নদিয়ার মধ্যকার কোনো প্রতিযোগিতার দৃশ্য।

মুর্শিদাবাদ ও নদিয়া ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। অর্থাৎ, গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টির আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়েছে।

রবিউল ফানি (Robiul Funny) নামে ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে বিভিন্ন সময়ে প্রকাশিত একই দৃশ্যের একাধিক ভিডিও (, , ) পাওয়া যায়।

এর মধ্যে একটি ভিডিওতে সাউন্ড সিস্টেমের বক্সের মধ্যে ‘সুপার সাউন্ড’ নাম লক্ষ করা যায়। এ ছাড়া এতে লেখা ‘নাটনা, পূর্বপাড়া, নদীয়া’ নাম দেখতে পাওয়া যায়। এ ছাড়া এখানে একটি ফোন নম্বর দেওয়া ছিল।

রবিউল ফানি (Robiul Funny) নামে ইউটিউব চ্যানেলের ভিডিওতে পাওয়া ফোন নম্বর

এসব তথ্যসূত্রে গুগলে সার্চ করে ‘সুপার সাউন্ড’-এর লোকেশন পাওয়া যায়। লোকেশন অনুযায়ী এটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুরের নাটনা এলাকায় অবস্থিত।

ইংরেজি ভাষায় ‘সুপার সাউন্ড’ লিখে ফেসবুকে সার্চ করলে শাহীন শেখ (Sahin Sekh) নামে একটি অ্যাকাউন্টে একই সাউন্ড সিস্টেমের কিছু ছবি পাওয়া যায়।

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই পক্ষের গানের প্রতিযোগিতার দাবিতে ভিডিওটি পাওয়া যায়।

শাহীন শেখ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাওয়া একই জায়গার দৃশ্য

উক্ত ঘটনার বিষয়ে জানতে পরবর্তীতে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের পক্ষ থেকে রবিউল ফানি (Robiul Funny) নামে ইউটিউব চ্যানেলে থাকা ফোন নম্বরে হোয়াটস অ্যাপ নাম্বারে মেসেজ করা হয়। অপর প্রান্ত থেকে তিনিও শাহীন শেখ পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলেন। তিনি জানান, ‘সুপার সাউন্ড’ সিস্টেমে তিনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তাকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও শেয়ার করলে তিনি জানান, এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের গোবিন্দপুরের মুক্তারপুর এলাকার পাশাপাশি দুটি ইটভাটার স্বত্বাধীকারীদের আনন্দ আয়োজন ছিল। তারা মজা করেই এই আয়োজন করেছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারত সীমান্তে সম্প্রতি দুই পক্ষের গানের প্রতিযোগিতা হয়েছে কি না, তা জানতে আমরা আজকের পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি রিমন রহমানের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি সীমান্ত এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানান এমন কোনো ঘটনা ঘটেনি।

তা ছাড়া, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে মুর্শিদাবাদের গোবিন্দপুর অনেক দূরে অবস্থিত।

সুতরাং, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারত সীমান্তে সম্প্রতি দুই পক্ষের গানের প্রতিযোগিতা হয়নি। প্রকৃতপক্ষে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের গোবিন্দপুরের মুক্তারপুর এলাকার পাশাপাশি দুটি ইটভাটার স্বত্তাধীকারীদের আনন্দ আয়োজনের ভিডিও এই দাবিতে ছড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

গরুর মাংস খাওয়ায় ভারতে মুসলিম যুবতীর মুখ সেলাই— ভাইরাল পোস্টের সত্যতা জানুন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিত থাকার তথ্যটি মিথ্যা

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

সেকশন