হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

জামাল ভূঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করবেন মেসি! ঘটনা কি সত্যি

ফ্যাক্টচেক ডেস্ক

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া; চার ম্যাচে দুটি গোলও করেন। কিন্তু বেশি দিন খেলতে পারেননি তিনি। সাত মাস ধরে বেতন না পেয়ে দেশে ফিরে আসেন জামাল। এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ডিবিসি নিউজের লোগোযুক্ত সেই ফটোকার্ডে দাবি করা হয়, ‘জামাল ভূঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করবে লিওনেল মেসি’। 

গত শনিবার (১১ মে) Argentine Legends নামের ফেসবুক পেজ থেকে ডিবিসি নিউজের কথিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। তাতে আজ মঙ্গলবার (১৪ মে) বেলা দেড়টা পর্যন্ত ২৯ হাজার রিয়েকশন পড়েছে। ফটোকার্ডটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪০০। মন্তব্য পড়েছে ৮ শতাধিক। এসব মন্তব্যে অনেক ফেসবুক ব্যবহারকারী তথ্যটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ফটোকার্ডটির ক্যাপশনে দাবি করা হয়, কিছুদিন আগে আর্জেন্টিনার এক ক্লাবে খেলতে গিয়েছিলেন জামাল ভূঁইয়া। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় জামাল ভূঁইয়ার বেতন পরিশোধ করতে পারেনি ক্লাবটি। বাংলাদেশের খেলোয়াড় বলে জানার পর জামালের সব বকেয়া বেতন লিওনেল মেসি পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 

এই দাবির সত্যতা যাচাইয়ে ডিবিসি নিউজের ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ভাইরাল হওয়া ফটোকার্ডটির মতো কোনো ফটোকার্ড বা প্রতিবেদন পাওয়া যায়নি। বরং দেখা যায়, ভাইরাল ফটোকার্ডটির সঙ্গে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য আছে। 

পরে আরও খুঁজে ‘DBC News Sports’ এ গত শুক্রবার (১০ মে) ‘জামাল ভূঁইয়াকে বেতন না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাবকে বিপুল জরিমানা’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, জামাল ভূঁইয়াকে পাওনা বেতন না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োকে প্রায় দুই কোটি জরিমানা করেছে ফিফা। আগামী ৪৫ দিনের মধ্যে এই টাকা পরিশোধ না করলে আরও বড় শাস্তির মুখে পড়বে আর্জেন্টাইন ক্লাবটি। ১ মিনিট ৪৭ সেকেন্ডের প্রতিবেদনে কোথাও জামাল ভূঁইয়ার পাওনা টাকা মেসি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন- এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

ভাইরাল ফটোকার্ডটি সম্পর্কে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ার সিনিয়র ম্যানেজার কামরুল ইসলাম রুবেল আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ফটোকার্ডটি ডিবিসি নিউজ থেকে করা হয়নি। এটি আমাদের নয় নিশ্চিত। 

এ ছাড়া অন্য কোনো সংবাদমাধ্যম সূত্রেও মেসির জামাল ভূঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে সোল দা মায়োতে খেলতে যান জামাল ভূঁইয়া। ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি ছিল তাঁর। তবে খেলতে যাওয়ার অল্প কিছুদিন পরেই বেতন না পাওয়ায় চুক্তি ভঙ্গ করে দেশে ফিরে আসেন তিনি। এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে ওরা এমন করবে তা চিন্তাও করিনি। টাকা পয়সা পাইনি, এই বছরের অক্টোবর পর্যন্ত চুক্তি থাকলেও অব্যবস্থাপনা থেকে সেটি ভঙ্গ করে চলে এসেছি। এসে ওদের সঙ্গে আর যোগাযোগ করিনি। ফিফায় আইনজীবীর মাধ্যমে অভিযোগ দায়ে করে অবশেষে রায় পেয়েছি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

তিব্বতে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবিতে ভাইরাল হলো জাপানের পুরোনো ভিডিও

বাগেরহাটের বিষ্ণুপুর হিন্দুপল্লীতে আগুন— দাবিতে ভাইরাল ভিডিওটি বিএনপির দুই পক্ষের সংর্ষের

মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনা দাবিতে বাংলাদেশে ভিডিও ভাইরাল– জানুন আসল ঘটনা

সেকশন