শ্রবণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদন ক্ষমতা। এর মাধ্যমে আমরা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। কানে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে।
- ধূমপান, ধোঁয়া, ধুলাবালু
- নাক বন্ধ বা নাক দিয়ে তরল পদার্থ বের হওয়া
- শুষ্ক আবহাওয়ার জন্য চুলকানি ও খোঁচাখুঁচি
- শীতে ছত্রাকজনিত সংক্রমণ বেড়ে যাওয়া।
- কানে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তবে প্রাথমিকভাবে ঘরোয়া চিকিৎসা জেনে রাখা ভালো।
- ঘর গরম রাখুন।
- ভোরে ও সন্ধ্যায় মোটা কাপড় পরুন।
- কান ব্যথা হলে কানের পেছনে গরম সেঁক দিন। তাতে আরাম হতে পারে।
- ব্যথা কমাতে সাধারণ প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে।
- কান বন্ধ থাকলে নাকে অ্যান্টিহিস্টামিন ড্রপ দেওয়া যেতে পারে।
- বন্ধ কান খোলার জন্য চুইংগাম চিবানো যেতে পারে।
- মুখ বন্ধ করে বাতাস দিয়ে গাল ফোলালে ব্যথা থেকে তাৎক্ষণিক কিছুটা আরাম পাওয়া যায়।
তবে শিশুদের কানে ব্যথা প্রচণ্ড হলে চিকিৎসকের পরামর্শে ড্রপ ব্যবহার করতে হতে পারে। কখনো কখনো অ্যান্টিবায়োটিকও লাগতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।