হোম > স্বাস্থ্য

‘স্টেম সেল’ চিকিৎসায় এইডস থেকে সেরে উঠলেন নারী

অনলাইন ডেস্ক

লিউকোমিয়ায় আক্রান্ত এক নারী স্টেম সেল প্রতিস্থাপনের পর এইচআইভি থেকে সেরে উঠেছেন। প্রথম কোনো নারী এবং তৃতীয় ব্যক্তি হহয়েছে যুক্তরাষ্ট্রের ওই নারী স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে এইচআইভি থেকে সেরে উঠলেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ডেনভারে ‘রেট্রোভাইরাস অ্যান্ড অপরচিউনিস্টিক ইনফেকশন’-বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একদল গবেষক এ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, লিউকোমিয়ায় আক্রান্ত মধ্য বয়েসি ওই নারীর অস্থি মজ্জার স্টেম সেল প্রতিস্থাপনের পর তিনি কোনো প্রকার চিকিৎসা ছাড়াই এইচআইভি মুক্ত হন। 
গবেষকদের দাবি, ওই নারী যার স্টেম  সেল গ্রহণ করেছেন তাঁর শরীরে স্বাভাবিকভাবেই এইচআইভি ভাইরাস প্রতিরোধী রোগ প্রতিরোধব্যবস্থা সৃষ্টি হয়েছিল। 

ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির প্রেসিডেন্ট শ্যারন লুইস এক বিবৃতিতে বলেছেন, ‘তৃতীয়বারের মতো এই পদ্ধতিতে কোনো ব্যক্তি ও নারী হয়েছে প্রথম কেউ এইচআইভি মুক্ত হলেন।’ 

এর আগের দুজনের মধ্যে একজন ছিলেন সাদা এবং অপর একজন ল্যাটিন আমেরিকার। তাঁরা দুজনেই ছিলেন পুরুষ। তাঁরা দুজনেই অস্থি মজ্জা প্রতিস্থাপনের মাধ্যমেই এইচআইভি মুক্ত হয়েছিলেন। 

গবেষকদের দাবি এই পদ্ধতি লিউকোমিয়া এবং এইডস উভয় রোগের চিকিৎসাই সবার জন্য আরও সহজলভ্য করবে। 

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন