হোম > স্বাস্থ্য

এমআরআই স্ক্যানে লং কোভিডের নতুন উপসর্গ মিলল

অনলাইন ডেস্ক

নতুন সমীক্ষা অনুসারে, লং কোভিডে ভুগছেন এমন মানুষদের প্রধান অঙ্গগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমআরআই স্ক্যানে দেখা গেছে, এসব রোগীর ফুসফুস, মস্তিষ্ক এবং কিডনির মতো একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গে অস্বাভাবিক কিছু হওয়ার সম্ভাবনা তিনগুণ বেশি। 

শনিবার বিবিসি জানিয়েছে, লং কোভিডের সঙ্গে তীব্র অসুস্থতায় ভোগার একটি সম্পর্ক রয়েছে বলে ধারণা করছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তবে তাঁরা আশা করছেন, তাঁদের গবেষণাটি লং কোভিড আক্রান্ত ব্যক্তিদের আরও কার্যকর চিকিৎসার বিকাশে সহায়তা করবে। 

ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনে প্রকাশিত এই গবেষণায় ২৫৯ জন রোগীকে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছিল। এসব রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এত অসুস্থ হয়েছিলেন যে, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পাঁচ মাস পর তাঁদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর এমআরআই স্ক্যান কোভিড ছিল না এমন ৫২ জনের একটি দলের সঙ্গে তুলনা করে কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। 

সবচেয়ে বড় প্রভাব দেখা গেছে ফুসফুসে। এই অঙ্গটির ক্ষেত্রে অস্বাভাবিকতা দেখানোর সম্ভাবনা ১৪ গুণ বেশি দেখা গেছে। 

এ ছাড়া এমআরআই স্ক্যানগুলোতে লং কোভিডে আক্রান্তদের মস্তিষ্কে অস্বাভাবিকতা দেখানোর সম্ভাবনা তিনগুণ বেশি ছিল। আর কিডনির ক্ষেত্রে তা ছিল দ্বিগুণ। 

তবে হৃৎপিণ্ড বা যকৃতের স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পার্থক্য কিংবা অস্বাভাবিকতা দেখা যায়নি। 

গবেষক দলটির অন্যতম ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর বেটি রমন বলেছেন, ‘এটা স্পষ্ট যে, যারা দীর্ঘ কোভিড উপসর্গ নিয়ে বসবাস করছেন তাদের কিছু অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।’ 

তিনি আরও বলেন, ‘রোগীর বয়স, তারা কতটা গুরুতরভাবে কোভিডে অসুস্থ ছিল, সেই সঙ্গে তাদের একই সময়ে অন্যান্য অসুস্থতা ছিল কি না—এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতির পেছনে বিবেচ্য হয়।’

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন