অনলাইন ডেস্ক
আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করেছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আফ্রিকার প্রথম দেশ এবং বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে তারা এই মুদ্রা গ্রহণ করেছে।
স্বর্ণ ও হীরার সমৃদ্ধ মজুত থাকা সত্ত্বেও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের অন্যতম দরিদ্র এবং স্বল্পোন্নত দেশ। এ ছাড়া বছরের পর বছর ধরে তারা বিদ্রোহী সহিংসতায় ভুগছে।
দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্কেঞ্জ তোয়াদেরার চিফ অব স্টাফ ওবেদ নামসিও এক বিবৃতিতে বলেছেন, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিয়ন্ত্রণকারী একটি বিল গত সপ্তাহে সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
নামসিও বলেন, ‘রাষ্ট্রপতি এই বিলকে সমর্থন করেছেন, কারণ এটি মধ্য আফ্রিকার নাগরিকদের অবস্থার উন্নতি করবে।’ নামসিও এই সিদ্ধান্তকে তাদের দেশের জন্য নতুন সুযোগ উন্মোচনের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হলো ছয়টি দেশের মধ্যে একটি, যারা সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাংক ব্যবহার করে। এটি একটি আঞ্চলিক মুদ্রা, যা ব্যাংক অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (বিইএসি) দ্বারা নিয়ন্ত্রিত।
তবে গত সপ্তাহে দেশটির দুজন সাবেক প্রধানমন্ত্রী বিইএসি থেকে নির্দেশনা ছাড়া বিটকয়েন গ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এক চিঠিতে স্বাক্ষর করেছেন। এটিকে তাঁরা ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।